টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা।
দীর্ঘ ১১ মাস পর প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই শূন্য রানে আউট হয়ে গেলেন এই অভিজ্ঞ ওপেনার, যা তাকে লজ্জার এক রেকর্ডের মালিক করেছে।
রবিবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটিংয়ে নামেন রোহিত। তবে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই খলিল আহমেদের ডেলিভারিতে শিবম দুবের হাতে ক্যাচ তুলে দিয়ে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।
এ নিয়ে আইপিএলে ১৮ বার ডাক মারলেন রোহিত, যা যৌথভাবে সর্বোচ্চ। তার সঙ্গে একই সংখ্যক শূন্য রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও দীনেশ কার্তিক। ১৬ বার করে শূন্য রানে আউট হয়েছেন পীযূষ চাওলা ও সুনীল নারিন।
তবে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
চেন্নাইয়ের বিপক্ষে ২৫৮তম ম্যাচ খেলে দীনেশ কার্তিককে (২৫৭) পেছনে ফেলেছেন। তার ওপরে এখন কেবল মহেন্দ্র সিং ধোনি (২৬৫ ম্যাচ)।
আইপিএলের ১৭তম আসরে খেলতে নামা রোহিত ২৫৮ ম্যাচে করেছেন ৬৬২৮ রান, যার মধ্যে রয়েছে দুটি শতরান।
তার ব্যাটিং গড় ২৯.৭২। অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার শিরোপা জিতিয়েছেন তিনি। তবে গত মৌসুমে নেতৃত্ব থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এসআর
মন্তব্য করুন: