[email protected] শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

হামজা চৌধুরীর আগমনে নতুন স্বপ্ন বাংলাদেশের!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ৬:০৩ পিএম

অপেক্ষার অবসান! বাংলাদেশের ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষে দেশের মাটিতে পা রাখলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার আগমন নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। বিমানবন্দরে নেমেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি, যেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃপক্ষ। তার সঙ্গে ছিলেন তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।

বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজাকে নেওয়া হয় হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে, তার পৈতৃক ভিটায়। সেখানে তাকে বরণ করতে উচ্ছ্বসিত স্বজনরা অপেক্ষায় ছিলেন, পাশাপাশি স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। 

হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ হলো। কয়েকদিন আগেই নিশ্চিত হয়েছে তার জাতীয় দলের হয়ে খেলার বিষয়টি। তার যোগদানের ফলে বাংলাদেশের মিডফিল্ড আরও শক্তিশালী হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অভিষেক হতে পারে তার। স্বভাবতই, দেশের ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই ঐতিহাসিক ম্যাচের দিকে।

বাংলাদেশের ফুটবলে প্রবাসী তারকার আগমন নতুন কিছু নয়। এর আগে জামাল ভূঁইয়ার হাত ধরে শুরু হয়েছিল এই ধারা, আর এবার তারই নতুন সংযোজন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এই তারকা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে।

এখন দেখার পালা, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে তার যাত্রা কতটা স্বপ্নময় হয়ে ওঠে!

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর