[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগ

রাফিনিয়া-ইয়ামালের নৈপুণ্যে শেষ আটে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ ৩:৩৩ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ১৬-এর দ্বিতীয় লেগে দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। কাতালান জায়ান্টরা ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে পরাজিত করে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে জায়গা নিশ্চিত করল জাভির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। মাত্র ১১ মিনিটেই দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তরুণ তারকা লামিন ইয়ামালের অসাধারণ অ্যাসিস্ট থেকে সহজেই বল জালে পাঠান তিনি। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরেই কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে বেনফিকাকে সমতায় ফেরান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।

সমতায় ফেরার পরও বার্সেলোনার আক্রমণ থেমে থাকেনি। ম্যাচের ২৭ মিনিটে ইয়ামাল দূরপাল্লার চোখধাঁধানো শটে গোল করে দলকে আবার এগিয়ে নেন। শুধু তাই নয়, এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৭ বছর ২৪১ দিন) গোল ও অ্যাসিস্ট করার কীর্তি গড়েন এই স্প্যানিশ উইঙ্গার।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একবার আলো ছড়ান রাফিনিয়া। ডি-বক্সের ভেতরে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১তম গোল, যা তাকে আসরের অন্যতম সেরা পারফর্মার হিসেবে তুলে ধরেছে।

দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করতে পারেনি বেনফিকা। অন্যদিকে বার্সেলোনা বল দখল ও রক্ষণে ছিল দুর্দান্ত। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের কাছে। নির্ধারিত সময় শেষে আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বার্সেলোনা, যেখানে তাদের অপেক্ষা করছে আরও কঠিন প্রতিপক্ষ। দলের তরুণ তারকা ইয়ামালের অবিশ্বাস্য পারফরম্যান্স ও রাফিনিয়ার গোল ক্ষুধা বার্সেলোনাকে এবারের আসরে ফেভারিটদের তালিকায় রাখতে বাধ্য করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর