[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ ১:১২ এএম

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে বুধবার (১২ মার্চ) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় তার নাম থাকলেও পরে নিজেই সেখান থেকে সরে দাঁড়ান। তখন থেকেই তার অবসর নিয়ে গুঞ্জন চলছিল, যা শেষ পর্যন্ত সত্যি হলো।

মাহমুদউল্লাহ তার পোস্টে লিখেছেন, “সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি সতীর্থ, কোচ, ভক্ত ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং বিশেষভাবে আমার শ্বশুরকে ধন্যবাদ জানাই।

ছোটবেলা থেকে আমার ভাই এমদাদ উল্লাহ কোচ ও পরামর্শক হিসেবে পাশে ছিলেন, তার প্রতিও কৃতজ্ঞতা। আমার স্ত্রী ও সন্তানরা সবসময় আমার শক্তি হয়ে থেকেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।

অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, “সবকিছু সবসময় পরিপূর্ণভাবে শেষ হয় না, তবে যা ঘটে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রইলো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর