[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ফুটবল বিশ্বকাপ ২০৩০

শতবর্ষের বিশ্বকাপে চমক! ২০৩০ আসরে ৬৪ দলের ভাবনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৫ ৪:৩১ পিএম

ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপন হতে যাচ্ছে ২০৩০ সালে। ১৯৩০ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল ফিফা বিশ্বকাপ, আর সেই ঐতিহাসিক যাত্রার শততম বার্ষিকী স্মরণীয় করে রাখতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশেষ এ উপলক্ষে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-এ উন্নীত করার একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

৬টি দেশ মিলে হবে আয়োজন, ঐতিহ্যের প্রতি সম্মান। ইতোমধ্যে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম চূড়ান্ত করেছে ফিফা। প্রথমবারের মতো ছয়টি দেশ যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের আসর। মরক্কো, স্পেন এবং পর্তুগাল হবে মূল আয়োজক, যেখানে আসরের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ফুটবলের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করা হবে।

এই সিদ্ধান্তের মূল কারণ ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ। সেই আসরের আয়োজক ছিল উরুগুয়ে, যেখানে ফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ও আর্জেন্টিনা। প্যারাগুয়েও অংশ নিয়েছিল প্রথম আসরে। শতবর্ষ পূর্তি উপলক্ষে এই তিন দেশকে ম্যাচ আয়োজনের সুযোগ দিয়ে ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে চায় ফিফা।

৬৪ দলের প্রস্তাব: বিশ্ব ফুটবলের নতুন দিগন্তের সূচনা? সাধারণত বিশ্বকাপ ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো দল সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৮-এ, যেখানে স্বাগতিক হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এরই ধারাবাহিকতায় ২০৩০ বিশ্বকাপে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছে ফিফা।

সম্প্রতি ফিফার এক বৈঠকে ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব উত্থাপন করা হয়। বিষয়টি নিয়ে ফিফার এক কর্মকর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরকে আরও বিশেষ করে তুলতে ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এটি বাস্তবায়ন করা হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।”

ফিফার মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, নতুন প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং এটি নিয়ে ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে আরও আলোচনা করা হবে। জানা গেছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোও এই প্রস্তাবে আগ্রহী।

প্রস্তাবনায় চমক, বিশ্ব ফুটবলে বড় পরিবর্তন সম্ভাবনা। বিশ্বকাপকে আরও বড় করার পরিকল্পনা বিশ্ব ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলোনসো প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, “এই প্রস্তাব উত্থাপনের পর পুরো ফিফা কংগ্রেস কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। এটি সবার জন্যই একপ্রকার চমক হিসেবে এসেছে।”

ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনো অনিশ্চিত। তবে যদি ৬৪ দলের বিশ্বকাপ বাস্তবে রূপ নেয়, তবে সেটি বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হবে, যেখানে আরও বেশি দেশ বিশ্বকাপের আনন্দ ভাগ করে নিতে পারবে। এখন অপেক্ষা ফিফার আনুষ্ঠানিক ঘোষণার।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর