[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগ

বেনফিকার দুর্গে ১০ জনের বার্সার চমকপ্রদ জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ৫:১৩ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল পর্তুগিজ জায়ান্ট বেনফিকা ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেনফিকা, তবে বার্সার রক্ষণ ছিল অত্যন্ত সংগঠিত।

প্রথম ২২ মিনিট পর্যন্ত দু’দলই একাধিক সুযোগ তৈরি করে। তবে ২২তম মিনিটে ডিফেন্ডার পাউ কুবার্সি প্রতিপক্ষের আক্রমণ থামাতে গিয়ে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ১৮ বছর ৪২ দিন বয়সী কুবার্সি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন।

একজন কম থাকায় বার্সেলোনার রক্ষণে চাপ বাড়িয়ে তোলে বেনফিকা। কিন্তু দলের শেষ প্রহরী ভয়চেখ স্ট্যান্সনি চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান। প্রথমার্ধেই তিনি আটটি অনট্রাগেট শট ঠেকিয়ে বার্সেলোনাকে সমতায় রাখেন।

স্ট্যান্সনির অতিমানবীয় পারফরম্যান্স: ৪৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গড়ানো এক শট নেন ওরকুন কোকু, কিন্তু স্ট্যান্সনি চমৎকার দক্ষতায় বল আটকে দেন। এরপর ৫১তম মিনিটে পাভলিদিসের ছয় গজ দূর থেকে নেওয়া শটও অবিশ্বাস্যভাবে রক্ষা করেন এই পোলিশ গোলরক্ষক।

রাফিনিয়ার সুবর্ণ মুহূর্ত, বেনফিকার ভুলের মাসুল : ৬১তম মিনিটে প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে দারুণ এক গোল করেন রাফিনিয়া। বেনফিকার ডিফেন্ডার আন্তোনিও সিলভার দুর্বল ব্যাক পাস কাড়িয়ে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা।

এই গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর বেনফিকা একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ৮২তম মিনিটে তারা পেনাল্টির দাবি তুললেও ভিএআর রিভিউতে অফসাইড ধরা পড়ায় রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেন।

শেষ মুহূর্তে রেনাতো সানচেসের শটও স্ট্যান্সনি প্রতিহত করলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

আগামী মঙ্গলবার ফিরতি লেগে বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে দুই দল। সেখানে কি পারবে বেনফিকা ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে, নাকি বার্সেলোনা তাদের অগ্রগামিতা ধরে রেখে শেষ আটে উঠবে? উত্তরের জন্য অপেক্ষা আরও কয়েকদিন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর