[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সৌদিতে প্রথম অনুশীলনে নামছে জামাল-মিতুলরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ৪:৪২ পিএম

প্রায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবের তায়েফ শহরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি নেবে দলটি।

ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে ২৮ জনের যাওয়ার কথা থাকলেও, কোচ হাভিয়ের ক্যাবরেরাকে যেতে হয়েছে ২৭ জন ফুটবলারের নিয়ে। ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জটিলতার কারণে বুধবার সৌদি যেতে পারেননি। তিনি বিমানবন্দর থেকে হোটেলে ফিরে আসেন। আজ বৃহস্পতিবার তিনি অন্য একটি ফ্লাইটে সৌদি যাচ্ছেন।

জাতীয় ফুটবল দল ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রথমে সৌদি আরবের জেদ্দায় পৌঁছায়। সেখান থেকে সড়ক পথে বৃহস্পতিবার ভোরে তায়েফ শহরে পৌঁছেছে পুরো দল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সৌদিতে প্রথম অনুশীলন সেশন করবে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তায়েফ থেকে দলের ম্যানেজার আমের খান প্রতিদিনের বাংলাকে জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী দল অনুশীলনে নামবে।

১৬ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুশীলন করবে বাংলাদেশ দল। দীর্ঘ অনুশীলন ক্যাম্পের ফাঁকে আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে।

ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ১০ মার্চ সরাসরি সৌদিতে দলের সঙ্গে যোগ দেবেন। এরপর বাংলাদেশ দল অনুশীলন শেষ করে ঢাকায় ফিরবে। 

হামজা চৌধুরীর দলে যোগদান ও ভারতের বিপক্ষে লড়াই। বাংলাদেশ ঢাকায় ফেরার পর দলের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। এরপর দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলং যাবে।

২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ ও ভারত।

এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ! সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প কতটা কার্যকর হবে, তা ঠিক করবে আসন্ন ম্যাচের ভাগ্য। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর