[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ১২:২৭ এএম

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মুশফিক লেখেন, “আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অর্জন বেশি না থাকলেও, যখনই মাঠে নেমেছি, শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও জানান, সাম্প্রতিক সময় তার জন্য চ্যালেঞ্জিং ছিল এবং এই মুহূর্তে অবসর নেওয়াই তার জন্য সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন।

একই সঙ্গে, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে পরিবার, বন্ধু এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন মুশফিক। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল।

তবে সাদা বলের ক্রিকেটকে বিদায় বললেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর