নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জিতে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৪৫-২৭ পয়েন্টের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।
৫১ বছর পর অনুষ্ঠিত এই কাবাডি টেস্ট সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। চতুর্থ ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ নিজেদের করে নেয় তারা। শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা, তবে নেপালের সামনে সুযোগ ছিল পরাজয়ের ব্যবধান কমানোর।
শেষ ম্যাচেও দাপট ছিলো বাংলাদেশের। পল্টন ময়দানে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। মিজানুর রহমান ও দিপায়ন দাসদের কৌশলের কাছে পাত্তা পায়নি নেপাল।
ম্যাচের ১০ মিনিটে একটি লোনা সহ চার পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যদিও নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালায়। প্রথমার্ধে বাংলাদেশ মাত্র চার পয়েন্টের ব্যবধানে ১৯-১৫ এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। দুটি লোনা সহ একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ১৮ পয়েন্টের ব্যবধানে নেপালকে হারিয়ে বিজয় উল্লাসে মাতে মিজানুর রহমানের দল।
এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাবাডিতে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বাংলাদেশ।
সেরা পারফর্মাররা :
সিরিজ ও ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা কেচার হয়েছেন বাংলাদেশের রোমান ও নাসির।
পুরস্কার বিতরণী ও অতিথিরা:
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন—বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান খান, পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ, যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, ডিআইজি মোঃ মনিরুজ্জামান, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
এসআর
মন্তব্য করুন: