রাওয়ালপিন্ডির আকাশ আজও মুখ ভার! কয়েকদিন ধরেই বৈরি আবহাওয়া ভুগিয়ে আসছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোকে। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচের টস পর্যন্ত হতে পারেনি। এবার একই পরিণতি হলো বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেরও।
প্রবল বর্ষণে মাঠ অযোগ্য, আগেভাগেই ম্যাচ বাতিল। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকেই ছিল গুমোট আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি নামতে দেরি হয়নি, আর একবার শুরু হলে থামার নাম নেই! মাঠ পুরোপুরি ভিজে যাওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর আইসিসি ও ম্যাচ অফিসিয়ালরা পর্যালোচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবহাওয়ার প্রভাব পড়েছে ভালোভাবেই। টুর্নামেন্টের শুরু থেকেই রাওয়ালপিন্ডিতে বৈরি আবহাওয়া ক্রিকেটারদের ভোগাচ্ছে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ক্ষেত্রেও টস সম্ভব হয়নি, এবারও একই কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজন করা সম্ভব হলো না।
বৃষ্টি বাধার কারণে দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলোতেও কি এমন প্রভাব পড়বে? ক্রিকেটপ্রেমীদের চোখ এখন আকাশের দিকে!
এসআর
মন্তব্য করুন: