[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৫: শিরোপা জিতলো সিটি ব্যাংক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ৩:১২ পিএম
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ৩:১৫ পিএম

শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে আয়োজিত "সিটি ব্যাংক শেয়ারবাজার করপোরেট ক্রিকেট’২৫, পাওয়ার্ড বাই বেস্ট হোল্ডিংস (সিজন-৪)"-এ চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক পিএলসি। শ্বাসরুদ্ধকর ফাইনালে আলিফ ইন্ডাস্ট্রিজকে হারিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করে দলটি।

চার দিনের জমজমাট লড়াইটি ছিল আকর্ষনীয়পূর্ণ। গত ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১২টি দল। প্রথম রাউন্ড শেষে সিটি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিজিআইসি ও ওয়ালটন সেমিফাইনালে জায়গা করে নেয়।

প্রথম সেমিফাইনালে বিজিআইসিকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে সিটি ব্যাংক। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ওয়ালটনকে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় আলিফ ইন্ডাস্ট্রিজ।

ট্রফি হাতে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক।ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলিফ ইন্ডাস্ট্রিজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিটি ব্যাংক। বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন চিফ অর্গানাইজার মনজুরুল হক রনি, দৈনিক ভোরের পাতার চিফ রিপোর্টার কাঞ্চন চৌধুরী সুমন, বিজনেস জার্নালের সম্পাদক হাসান কবির জনি এবং অন্যান্য অতিথিরা।

চার দিনের এই প্রতিযোগিতা এশিয়ান টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হয়। সফল আয়োজনের দায়িত্বে ছিল ডেইলি শেয়ারবাজার ডটকম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর