চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ব্যর্থতার এই ধাক্কায় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এবার এ বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ।
কিছুদিন আগেও বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন মহসিন। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে দলের মূল সমস্যাগুলো চিহ্নিত করেছেন বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মহসিন বলেন, "বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব।"
এখানেই থামেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের দিকেও আঙুল তুলেছেন এই পারফরম্যান্স অ্যানালিস্ট। তার মতে, "যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কারও কাছে দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়ছে, অথচ সমাধানের কোনো উদ্যোগ নেই। বরং ভুল সব সিদ্ধান্তই অগ্রাধিকার পাচ্ছে!"
সবশেষে আরও গুরুতর ভবিষ্যদ্বাণী করেন মহসিন। তিনি সতর্ক করে বলেন, "এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে!"
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স, দল গঠনের দুর্বলতা এবং বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। মহসিন শেখের এই বক্তব্য সেই সমালোচনাকে আরও উসকে দিল। এখন দেখার বিষয়, বিসিবি এসব সমালোচনার প্রতিক্রিয়ায় কোনো পরিবর্তন আনে কি না, নাকি এই ব্যর্থতার ধারা অব্যাহতই থেকে যায়।
এসআর
মন্তব্য করুন: