[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

১০ জনের মিয়ামির দুর্দান্ত লড়াই

নিউইয়র্ক সিটির বিপেক্ষে মেসির জোড়া অ্যাসিস্টে নাটকীয় ড্র

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০৩ পিএম

ম্যাচের ২৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ইন্টার মিয়ামি, কিন্তু তাতেও দমে যায়নি লিওনেল মেসির দল। শেষ মুহূর্তের নাটকীয় গোলে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-২ সমতা এনে এক পয়েন্ট আদায় করেছে ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গেলো মৌসুমের চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি ও নিউইয়র্ক সিটি। দারুণ শুরু করেন লিওনেল মেসি। তার দুটি দুর্দান্ত অ্যাসিস্টে গোল আদায় করে নেয় মিয়ামি। তবে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে না পারার হতাশাও রয়ে গেছে মেসিদের। ম্যাচের শেষদিকে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন মেসি।

উড়ন্ত শুরু, এরপর দুঃস্বপ্ন। ম্যাচের ৫ মিনিটেই মেসির দুর্দান্ত পাস থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন টমাস অ্যাভিলেস। কিন্তু ১৮ মিনিট পরই দুর্ভাগ্যজনকভাবে লাল কার্ড দেখতে হয় তাকে। নিউইয়র্ক সিটির আলোনসো মার্টিনেজকে পেছন থেকে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান অ্যাভিলেসকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় মিয়ামি।

এরপর দ্রুতই ম্যাচে ফেরে নিউইয়র্ক সিটি। ফ্রি-কিক থেকে মাক্সি মোরালেসের বাড়ানো বল নিচু শটে জালে পাঠিয়ে সমতা ফেরান মিতজা ইলেনিচ।

নাটকীয় সমাপ্তি, সেগোভিয়ার নায়কোচিত গোল। ৫৫ মিনিটে নিউইয়র্ক সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আদ্রিয়ান মার্টিনেজ। জর্দি আলবার ভুল পাস কাজে লাগিয়ে গোল করেন তিনি। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মিয়ামি। ৫৯ মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন ২১ বছর বয়সী ভেনেজুয়েলান তারকা তেলাসকো সেগোভিয়া।

৭২ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন মেসি, কিন্তু নিউইয়র্ক সিটির গোলরক্ষক ম্যাট ফ্রিস তা রুখে দেন। ৮০ মিনিটে ফেডেরিকো রেদোনদোর শট গোলপোস্টের বাইরে চলে যায়।

রেফারি ১১ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন। অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে সেগোভিয়া চোখ ধাঁধানো গোল করেন, নিউইয়র্কের গোলরক্ষক ফ্রিসের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। এতে ২-২ সমতায় ফেরে মিয়ামি এবং এক পয়েন্ট নিশ্চিত করে।

মেসির পারফরম্যান্স ও হলুদ কার্ড। মেসি পুরো ম্যাচেই ছিলেন সক্রিয়। দুটি গোলের অ্যাসিস্টের পাশাপাশি বেশ কয়েকটি আক্রমণ গড়েন তিনি। তবে ম্যাচের শেষদিকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন আর্জেন্টাইন তারকা।

এ ড্রয়ের ফলে নতুন মৌসুমের শুরুতে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মিয়ামিকে। তবে ১০ জনের দল নিয়েও যেভাবে লড়াই করেছে তারা, তা দলের আত্মবিশ্বাস বাড়াবে নিঃসন্দেহে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর