প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল। পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নেপাল। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে সফরকারীরা। কাবাডির আন্তর্জাতিক মঞ্চে এই প্রথমবারের মতো বাংলাদেশকে পরাজিত করল নেপাল, যা পাঁচ ম্যাচের সিরিজকে আরও জমিয়ে তুলেছে।
প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারের পর সিরিজে ফেরার জন্য মরিয়া ছিল নেপাল। পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। শুরু থেকেই ম্যাচে উত্তেজনার ছাপ ছিল স্পষ্ট। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে গেলে নেপালও পাল্টা জবাব দেয়। প্রথমার্ধ শেষে ২৪-২৪ সমতা ছিল দুই দলের মধ্যে।
উত্তেজনার শেষ মুহূর্তে নেপালের জয়। দ্বিতীয়ার্ধেও খেলার উত্তেজনা একই রকম ছিল। দুই দলের স্কোর একসময় ৩৮-৩৮ সমতায় পৌঁছে গেলে নেপাল তিন পয়েন্টে এগিয়ে যায়। তবে বাংলাদেশের খেলোয়াড়রা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আবার সমতা ফেরায়। ম্যাচের যখন মাত্র এক মিনিট বাকি, তখন দুই দলের স্কোর ছিল ৪২-৪২। শেষ মুহূর্তে দুর্দান্ত পারফর্ম করে নেপাল ৪৫-৪২ পয়েন্টে জয় নিশ্চিত করে।
ম্যাচসেরা নেপালের অধিনায়ক রোকা মাগার। নেপালের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক রোকা মাগার। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার। প্রথম ম্যাচে বাংলাদেশ নেপালকে ৫৩-২৯ পয়েন্টে হারিয়েছিল। তবে নেপালের দারুণ প্রত্যাবর্তনে সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়েছে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দুই দলই এগিয়ে যেতে মরিয়া থাকবে।
এসআর
মন্তব্য করুন: