[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

কাবাডি সিরিজ

নেপালকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৪৯ পিএম

ফাইল ছবি

বড় জয় দিয়ে ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখল বাংলাদেশ জাতীয় কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের যোদ্ধারা। পাঁচটি লোনাসহ ৫৩-২৯ পয়েন্টের দাপুটে জয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই সিরিজের পথে এগোচ্ছে বাংলাদেশ।

৫১ বছর পর কাবাডির ঐতিহাসিক টেস্ট সিরিজ আবারও ফিরেছে। ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথমবার কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল, আর এবার দ্বিতীয়বারের মতো সেই প্রতিযোগিতা ফিরে এসেছে নতুন রূপে। পল্টন ময়দানে আয়োজিত সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

ইতিহাস ও পরিসংখ্যানের দিক থেকে নেপালের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত নেপাল কাবাডিতে কখনো হারাতে পারেনি বাংলাদেশকে, আর সেই ধারাবাহিকতাই বজায় রাখল মিজানুর রহমানের দল। শুরু থেকেই নেপালের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। প্রথমার্ধেই ২৮-১১ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পরও শক্তিশালী রক্ষণ ও আক্রমণে নেপালকে চাপে রেখে ৫৩-২৯ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বাংলাদেশের লক্ষ্য পাঁচ ম্যাচের সিরিজে নেপালকে হোয়াইটওয়াশ করা। প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দলের অধিনায়ক মিজানুর রহমান।

আগামীকাল একই ভেন্যুতে বিকেল ৩:৩০-এ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ, যেখানে আরও একটি জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর