চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাবেউয়ে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল লস ব্লাঙ্কোস। দলের জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে, যিনি দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন।
প্রথম লেগে এক গোলের লিড নিয়ে ফিরতি লেগ খেলতে নামে রিয়াল। ম্যাচের মাত্র ৪ মিনিটেই ডিফেন্ডার রাউল আসেন্সিয়োর লম্বা পাস থেকে বল পেয়ে সিটির ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক লব শটে গোল করেন এমবাপ্পে। ৩৩ মিনিটে রদ্রিগোর দুর্দান্ত পাস থেকে আরও এক গোল করেন তিনি। ম্যাচের ৬১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। ইনজুরি সময়ে একটি গোল শোধ দিলেও দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের ব্যবধানে বিদায় নিতে হয় ম্যানচেস্টার সিটিকে।
আগামী শুক্রবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে, যেখানে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে বায়ার লেভারকুসেন কিংবা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।
অন্যদিকে, জুভেন্টাসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন। ফরাসি জায়ান্ট পিএসজি ব্রেস্টকে ৭-০ গোলে বিধ্বস্ত করে দুই লেগ মিলিয়ে ১০-০ ব্যবধানে পরবর্তী রাউন্ডে উঠেছে। তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে লিভারপুল কিংবা বার্সেলোনা।
এদিকে, বরুশিয়া ডর্টমুন্ড গোলশূন্য ড্র করেছে স্পোর্তিং সিপির বিপক্ষে। তবে প্রথম লেগে ৩-০ গোলে জেতায় কোনো বিপদ হয়নি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হতে পারে অ্যাস্টন ভিলা বা লিল।
এসআর
মন্তব্য করুন: