[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ নারী ফুটবল

বিদ্রোহী ১৮ ফুটবলার বাদ, নতুন চেহারায় নারী দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৫:৫৫ পিএম
আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

প্রত্যাশিতভাবেই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য বিদ্রোহী ১৮ ফুটবলারকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই স্কোয়াডে গত সাফজয়ী দলের মাত্র আটজন ফুটবলার জায়গা পেয়েছেন।

এই প্রথমবারের মতো জাতীয় নারী দলের স্কোয়াডে নেই দেশের শীর্ষ ফুটবলাররা, যার মধ্যে রয়েছেন সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ জন। নতুন করে গড়া ২৩ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ও অনভিজ্ঞ খেলোয়াড়।

আগামী ২৪ ফেব্রুয়ারি দল নিয়ে আরব আমিরাত যাবেন কোচ পিটার বাটলার। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ ২৬ ফেব্রুয়ারি একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ২ মার্চ অনুষ্ঠিত হবে আরেকটি আনঅফিশিয়াল ম্যাচ। গত বছরের ৩০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এটাই জাতীয় নারী দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ঘোষিত ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: মোসাম্মৎ ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়।

ডিফেন্ডার: কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, সুলতানা, কানম আক্তার, মরিয়ম বিনতে হান্না, অর্পিতা বিশ্বাস।

মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার, বন্যা খাতুন।

ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, নবিরন খাতুন।

এই নতুন স্কোয়াড নিয়ে কেমন পারফরম্যান্স দেখাতে পারে বাংলাদেশ নারী দল, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। কোচ পিটার বাটলার দলে বড় পরিবর্তন আনলেও তার কৌশল কতটা কার্যকর হয়, তা বোঝা যাবে আসন্ন ম্যাচগুলোর পর।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর