[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

একুশে পদক পাওয়ার পরই দুঃসংবাদ পেলেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৪৬ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য আজ একদিকে ছিল গৌরবের, অন্যদিকে হতাশার দিন।

দলের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক গ্রহণ করেছে। তবে এই আনন্দের রেশ কাটতে না কাটতেই এল দুঃসংবাদ—সংযুক্ত আরব আমিরাত সফরের দলে জায়গা পাননি দলের তারকা খেলোয়াড় সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার ও সানজিদা খাতুন।

অভিজ্ঞ এই খেলোয়াড়দের না রেখে একাধিক নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের হয়ে আগে খেলা কয়েকজনও ফিরেছেন এই দলে।

কোচের ব্যাখ্যা

বাংলাদেশের কোচ পিটার বাটলার জানিয়েছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক তরুণ খেলোয়াড় রয়েছে, যাদের সময় দেওয়া দরকার। ভুল থেকে শেখার সুযোগ পাবে তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই দলে যারা যাচ্ছে, তারা ভালো আচরণ করছে, নির্দেশনা অনুসরণ করছে এবং গ্রহণযোগ্য পারফরম্যান্স দেখাচ্ছে।’

আমিরাতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় ম্যাচটি ২ মার্চ। প্রথম ম্যাচটি ফিফা প্রীতি ম্যাচ হিসেবে গণ্য হবে, কারণ সেটি আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ছে।

বাংলাদেশের স্কোয়াড

আফইদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।

সাবিনা-কৃষ্ণাদের অনুপস্থিতিতে নতুন খেলোয়াড়দের পারফরম্যান্স কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর