স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার মধ্যকার ম্যাচে জুড বেলিংহ্যামকে সরাসরি লাল কার্ড দেখিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন রেফারি হোসে লুইস মুনুয়েরা মন্তেরো। তার এই সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর আচরণের শিকার হচ্ছেন তিনি। শুধু তিনিই নন, তার পরিবারকেও দেওয়া হচ্ছে হুমকি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের পেশাদার রেফারিরা। স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে জানায়, ম্যাচ অফিসিয়ালদের যে ‘ঘৃণা ও গালিগালাজ’ সহ্য করতে হয়, এই পরিস্থিতি সেটাই তুলে ধরছে।
শনিবার (ওসাসুনা বনাম রিয়াল মাদ্রিদ) ম্যাচের ৩৯তম মিনিটে ঘটে বিতর্কিত এই ঘটনা। রেফারির দিকে কিছু বলতে দেখা যায় ২১ বছর বয়সী বেলিংহ্যামকে। মুহূর্তেই তাকে সরাসরি লাল কার্ড দেখান মুনুয়েরা।
রেফারির মনে হয়েছিল, বেলিংহ্যাম তার উদ্দেশ্যে বাজে কোনো মন্তব্য করেছেন। কিন্তু ম্যাচ শেষে ইংলিশ মিডফিল্ডার দাবি করেন, তিনি রেফারিকে কোনো অপমানজনক কথা বলেননি এবং এটি ছিল একটি ভুল বোঝাবুঝি।
আনচেলত্তির স্বীকারোক্তি ও বেলিংহ্যামের ব্যাখ্যা। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করেন, বেলিংহ্যাম আসলেই গালি দিয়েছিলেন। তবে সেটি রেফারির উদ্দেশ্যে ছিল না বলে তিনি স্পষ্ট করেন। বেলিংহ্যাম নিজেও তার অবস্থান ব্যাখ্যা করে বলেন,
"আমি একজন ইংলিশ ফুটবলার। মাঠে কথা বলার সময় আমার স্বাভাবিক প্রতিক্রিয়া ইংরেজিতেই আসে। আমি কোনো অপমানজনক কিছু বলিনি। ভিডিও দেখে যে কেউ বুঝতে পারবেন, আমি হতাশার প্রকাশ করছিলাম এবং রেফারির দিকেও তাকিয়ে ছিলাম না। কিন্তু তিনি ভেবেছেন, আমি তাকে লক্ষ্য করে কিছু বলেছি। এটি নিছক ভুল বোঝাবুঝি।”
রেফারিদের প্রতিক্রিয়া ও শাস্তির সম্ভাবনা। বেলিংহ্যামের বিরুদ্ধে ম্যাচ অফিসিয়ালের প্রতি ‘আপত্তিকর শব্দ বা মনোভাব’ প্রদর্শনের অভিযোগ উঠেছে। যদি তাকে দোষী সাব্যস্ত করা হয়, তবে দীর্ঘ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন তিনি।
এদিকে, রেফারি মুনুয়েরার ওপর হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের আক্রমণ ও হুমকি নিয়ে কঠোর মনোভাব দেখিয়েছে রেফারিরা। তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে— “আমাদের সহকর্মী হোসে লুইস মুনুয়েরা মন্তেরোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আক্রমণ ও হুমকি দেওয়া হচ্ছে, যেগুলো শুধু তাকে নয়, তার পরিবারকেও লক্ষ্য করে করা হচ্ছে—এতে আমরা অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ।”
এই ঘটনায় লা লিগায় রেফারিদের নিরাপত্তা ও ম্যাচ পরিচালনার স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বেলিংহ্যামের শাস্তির সিদ্ধান্ত নিয়ে এখন অপেক্ষা ফুটবলপ্রেমীদের।
এসআর
মন্তব্য করুন: