[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

স্প্যানিশ ফুটবল লিগ

বার্সার টানা চতুর্থ জয়, লা লিগার শীর্ষে ফিরল কাতালানরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

টানা চতুর্থ জয়ের মাধ্যমে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করলো বার্সেলোনা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কাতালান জায়ান্টরা ১-০ ব্যবধানে রায়ো ভায়েকানোকে পরাজিত করে প্রায় দুই মাস পর লীগ টেবিলের শীর্ষে উঠেছে। ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন অভিজ্ঞ স্ট্রাইকার রবের্ত লেভান্দোভস্কি, যা আসে পেনাল্টি থেকে।

বার্সার জন্য লা লিগার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ। এ সপ্তাহে প্রতিদ্বন্দ্বী দুই জায়ান্ট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদ নিজেদের ম্যাচ ড্র করায় বার্সেলোনার সামনে শীর্ষে ফেরার সুযোগ তৈরি হয়। সে সুযোগ কাজে লাগাতেই মরিয়া ছিল হ্যান্সি ফ্লিকের দল। অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই ভায়েকানোর ওপর চাপ সৃষ্টি করে বার্সা, যার ফল আসে ২৮ মিনিটে।

বক্সের ভেতর বার্সা ডিফেন্ডার ইনিগো মার্তিনেসকে ফাউল করলে, রেফারি ভিএআর মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন লেভান্দোভস্কি, যা ছিল তার চলতি মৌসুমের ২০তম গোল (২৩ ম্যাচে)।

৩১ মিনিটে লামিনে ইয়ামালের নেওয়া শট দুর্দান্তভাবে রুখে দেন ভায়েকানোর গোলরক্ষক। ৩৭ মিনিটে বার্সার গোলরক্ষকও অসাধারণ ডাবল সেভ করে দলকে রক্ষা করেন। ৪৩ মিনিটে ভায়েকানোর ফ্রুতোস বল জালে পাঠালেও সেটি বাতিল হয়, কারণ মার্তিনেসকে বাধা দিয়েছিলেন এনতেকা।

দ্বিতীয়ার্ধে বার্সা আরও কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। লেভান্দোভস্কি ও ইয়ামালের পর রাফিনিয়া ডাবল সুযোগ হাতছাড়া করেন।

লীগ টেবিলের সমীকরণ এখন খুবই রোমাঞ্চকর অবস্থানে। এই জয়ের ফলে ২৪ ম্যাচ শেষে বার্সেলোনা ৫১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। পয়েন্ট সমান হলেও, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তারা রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

বার্সেলোনার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, শিরোপা রেসে আরও একবার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের তুলে ধরতে পারবে তারা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর