[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

তারুণ্যের উৎসব

যুব কাবাডির জাতীয় পর্বে চ্যাম্পিয়ন বিকেএসপি ও রাঙ্গামাটি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ৬:৩৮ পিএম

তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা যুব কাবাডির জাতীয় পর্বে চ্যাম্পিয়নের মুকুট পরেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও রাঙ্গামাটি। বালক বিভাগে দাপট দেখিয়ে শিরোপা জিতেছে বিকেএসপি, আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি।

শনিবার পল্টন ময়দানে আয়োজিত প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় চারটি সেমিফাইনাল ও দুটি ফাইনাল ম্যাচ। বালকদের ফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ ছিল বগুড়া। প্রথম সেমিফাইনালে বগুড়া ৩৯-২৩ পয়েন্টে লালমনিরহাটকে পরাজিত করে, আর দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপি ৪৯-২১ পয়েন্টে সিলেটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিকেএসপি। প্রথমার্ধে ১৮-১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত খেলে। বগুড়াকে কোনো সুযোগ না দিয়ে শেষ পর্যন্ত ৪২-২০ পয়েন্টে জয়লাভ করে তারা।

বালিকাদের ফাইনালে জমজমাট লড়াই হয় রাঙ্গামাটি ও জয়পুরহাটের মধ্যে। সেমিফাইনালে জয়পুরহাট ৩৯-৩৬ পয়েন্টে নড়াইলকে হারায়, আর রাঙ্গামাটি ২৭-২৬ পয়েন্টে বরিশালকে পরাজিত করে ফাইনালে ওঠে। উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রথমার্ধে রাঙ্গামাটি ১৩-১০ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পরও দুই দল হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায়, তবে শেষ পর্যন্ত ২৩-১৯ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পার্বত্য জেলার মেয়েরা।

ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়লেন যারা:  বালক বিভাগের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিকেএসপির রাকিবুর হাসান। আর বালিকা বিভাগের ফাইনালে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন রাঙ্গামাটির রুমা চাকমা।

এ ছাড়া পুরো টুর্নামেন্টে বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির তাজুল ইসলাম, সেরা রেইডার হয়েছেন বগুড়ার মোহাম্মদ শহীদ, আর সেরা কেচারের পুরস্কার জিতেছেন বিকেএসপির আবু হানিফা।

বালিকা বিভাগে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন রাঙ্গামাটির রিতা চাকমা। সেরা রেইডার হয়েছেন জয়পুরহাটের নাসরিন আক্তার, আর সেরা কেচার নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটির অভি চাকমা।

জমকালো পুরস্কার বিতরণী : প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান খান ও আব্দুল্লাহ আল নোমান, অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামান ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

শক্তিশালী পারফরম্যান্স, জমজমাট প্রতিযোগিতা ও দর্শকদের বিপুল উচ্ছ্বাসে শেষ হলো এবারের যুব কাবাডির জাতীয় পর্ব।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর