দীর্ঘ ৫০২ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সান্তোসে ফিরে আসার পর প্রথমবারের মতো গোল করে নিজের প্রত্যাবর্তন রাঙালেন তিনি। রোববার (১৬ ফেব্রুয়ারি) সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে আগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন এই ফরোয়ার্ড।
নেইমারের জন্য স্বস্তির মুহূর্ত। নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে যখন নানা সমালোচনা হচ্ছিল, তখন এই গোল তাকে স্বস্তি এনে দিয়েছে। ম্যাচের ১৪তম মিনিটে নিজেরই তৈরি করা একটি আক্রমণ থেকে প্রতিপক্ষের বক্সে ফাউল আদায় করেন নেইমার। পরে তার চিরচেনা স্টাইলে থেমে দৌড়ানো পেনাল্টি শটে গোলরক্ষককে বোকা বানিয়ে স্কোর করেন।
সান্তোসে নতুন মাইলফলক। এই গোলের মাধ্যমে নেইমার সান্তোসের হয়ে ২৩৪ ম্যাচে ১৩৯ গোলের মাইলফলক স্পর্শ করলেন। ২০১৩ সালে ইউরোপে যাওয়ার পর এই ক্লাবের হয়ে এটিই তার প্রথম গোল। এর আগে, ২০২৩ সালের ৩ অক্টোবর সৌদি ক্লাব আল-হিলালের হয়ে তিনি শেষবার গোল করেছিলেন।
দীর্ঘ চোটের পর ফিরে আসা। সৌদি লিগে আল-হিলালের হয়ে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। একাধিক চোটের কারণে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। দীর্ঘ বিরতির পর ব্রাজিলে ফিরে আবারও ছন্দে ফেরার চেষ্টা করছেন এই তারকা।
ম্যাচে গোলের পাশাপাশি অ্যাসিস্টও। শুধু গোলই নয়, নেইমার এদিন একটি দুর্দান্ত অ্যাসিস্টও করেছেন, যা সান্তোসে ফিরে আসার পর চার ম্যাচে তার প্রথম অ্যাসিস্ট। তার অসাধারণ পারফরম্যান্সে সান্তোস ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয়।
নেইমারের এই প্রত্যাবর্তন কি তাকে পুরোনো ছন্দে ফিরিয়ে আনবে? ফুটবলবিশ্ব তাকিয়ে থাকবে তার পরবর্তী পারফরম্যান্সের দিকে।
এসআর
মন্তব্য করুন: