বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নতুন আলোচনা—জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা। গুঞ্জন উঠেছে, তিনি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হতে যাচ্ছেন। যদিও তামিম নিজে বিষয়টি এখনই চূড়ান্ত করতে চান না, তবে নিশ্চিত করেছেন যে, তিনি ও ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ক্লাবটিতে বিনিয়োগ করছেন।
প্রতিদিনের বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তামিম বলেন, "আসলে কাউন্সিলরশিপ নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তবে গুলশান ক্রিকেট ক্লাবের আর্থিক দিক থেকে সহযোগিতা করতে চাই।"
তিনি আরও ব্যাখ্যা করেন, "আমি ও মিজান ভাই (মিজানুর রহমান) একসঙ্গে গুলশান ক্রিকেট ক্লাবে বিনিয়োগ করছি। আমরা ক্লাবের উন্নতির জন্য কাজ করবো। কে কাউন্সিলর হবেন, সেটি পরে ঠিক হবে।"
সুজনের ভূমিকা ও ব্যাখ্যা : জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন গুলশান ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি প্রতিদিনের বাংলাকে নিশ্চিত করেছেন যে, গুলশান ক্রিকেট ক্লাব বিক্রি হয়নি, বরং বিনিয়োগকারীর সন্ধান করছিল। সুজন বলেন, "তামিমের মধ্যে সহজাত পরোপকারী মানসিকতা আছে। তাই আমি তাকে বিনিয়োগে আগ্রহী করি। তিনি রাজি হয়েছেন এবং মিজান ভাইকেও সম্পৃক্ত করেছেন।"
তবে তামিম কাউন্সিলর হওয়ার জন্য কোনো শর্ত দিয়েছেন কিনা, সে বিষয়ে সুজন সরাসরি কিছু বলেননি। তবে জানিয়েছেন, "তামিম ও মিজান ক্লাবের ম্যানেজমেন্টের অংশ হয়েছেন। তারা দলের জন্য বিনিয়োগ করছেন, তবে কে কাউন্সিলর হবেন তা এখনো ঠিক হয়নি। তবে তাদের দুজনের মধ্যেই একজন হবেন।"
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া পরিবারের সদস্য তামিম ইকবাল নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন আছে যে, তিনি বিসিবির পরিচালনা পর্ষদে আসতে পারেন। এমনকি ভবিষ্যতে বোর্ডপ্রধানও হতে পারেন বলে আলোচনা রয়েছে।
এদিকে, বিসিবির আগামী নির্বাচন এ বছরই অনুষ্ঠিত হবে। অক্টোবরে হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে, নির্বাচন কয়েক মাস এগিয়ে জুলাইয়ে হতে পারে। তাই চার মাসের মধ্যেই জানা যাবে, তামিম গুলশান ক্লাবের কাউন্সিলর হচ্ছেন কি না এবং বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছেন কি না।
এখন সময়ের অপেক্ষা—তামিম কেবল বিনিয়োগকারী হিসেবেই থাকবেন নাকি বিসিবির উচ্চপর্যায়ে নতুন ভূমিকায় দেখা যাবে?
এসআর
মন্তব্য করুন: