[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই, তবে টাইগারদের সঙ্গী খালেদ-হাসান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০২ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৬:০৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের মূল স্কোয়াডে জায়গা না পেলেও বাংলাদেশ দলের সফরসঙ্গী হচ্ছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। টুর্নামেন্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্পে দলের প্রস্তুতিতে সহায়তা করবেন তারা। তবে মূল পর্ব শুরুর আগেই দেশে ফিরবেন এই দুই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেন, "জাতীয় দলের প্রস্তুতির জন্য দুইজন পেসারকে সফরসঙ্গী করা হচ্ছে—হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তারা দুবাইয়ের ক্যাম্পে থাকবেন এবং প্রথম ম্যাচের আগেই দেশে ফিরে আসবেন।"

আগামী বৃহস্পতিবার রাতে বাংলাদেশ দল আট দলের এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়বে। একইদিন খালেদ ও হাসানও দলের সঙ্গে যাবেন। ইতোমধ্যে মিরপুরে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।

দুজনই সদ্য সমাপ্ত বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। খুলনা টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ, যেখানে তার ইকোনমি রেট ছিল ৭.৫৫। অন্যদিকে, চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন খালেদ আহমেদ।

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর