[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

এফএ কাপ

আন্ডারডগ প্লিমাউথের চমক, লিভারপুলের স্বপ্ন ভঙ্গ!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ৪:২৬ পিএম

পুঁচকে প্লিমাউথের চমক, লিভারপুলের কোয়াড্রুপল স্বপ্ন ভঙ্গ। এফএ কাপে বিশাল অঘটনের জন্ম দিলো চ্যাম্পিয়নশিপের তলানির দল প্লিমাউথ আর্গাইল। রবিবার রাতে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে তারা ১-০ গোলে হারিয়ে বিদায় করে দিয়েছে লিভারপুলকে। হার্ভি এলিয়টের হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে রায়ান হার্ডির ৫৩তম মিনিটের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

লিভারপুল কোচ আর্নে স্লট এই ম্যাচে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কৌশল নেন, যা শেষ পর্যন্ত ব্যুমেরাং হয়ে যায়। স্কোয়াডে ছিলেন না মোহামেদ সালাহ ও কোডি গাকপো। তাদের অনুপস্থিতি লিভারপুলের আক্রমণভাগকে প্রাণহীন করে তোলে।

প্রথমার্ধে ছন্দহীন লিভারপুল মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। তাদের দুর্ভাগ্য আরও বাড়ে, যখন ডিফেন্ডার জো গোমেজ চোট পেয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে গোল হজমের পর লিভারপুল গতি বাড়ানোর চেষ্টা করলেও প্লিমাউথের গোলরক্ষক কনর হ্যাজার্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখান। অতিরিক্ত সময়ে দিওগো জোতার ভলি ও ডারউইন নুনিয়েজের হেড অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে নিজের দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি।

এই জয়ের ফলে প্লিমাউথ তাদের ইতিহাসের অন্যতম সেরা সাফল্য অর্জন করলো, আর লিভারপুলের নজিরবিহীন কোয়াড্রুপল জয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে গেলো।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর