হন্ডুরাসে প্রাক-মৌসুম প্রস্তুতিতে দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অসাধারণ পারফরম্যান্সে তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লাব অলিম্পিয়াকে। রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে প্রীতি ম্যাচে এটি ছিল মায়ামির টানা চতুর্থ জয়।
প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মায়ামি। ম্যাচের ২৭ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। এরপর ৪৪ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন নোয়াহ অ্যালেন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি। ৬৩ মিনিটে গোল করেন সুয়ারেজ, আর ৮২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন রায়ান সেইলর।
প্রাক-মৌসুমে দুর্দান্ত সময় কাটানো ইন্টার মায়ামি এবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দিকে নজর দিচ্ছে। ১৯ ফেব্রুয়ারি তারা স্পোর্টিং কেসির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ১৫ ফেব্রুয়ারি প্রাক-মৌসুমের শেষ ম্যাচে মুখোমুখি হবে অরল্যান্ডো সিটির। আর ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এমএলএস (মেজর লিগ সকার) মৌসুম।
এসআর
মন্তব্য করুন: