[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ট্রফি নিয়ে কবে বরিশালে যাচ্ছেন চ্যাম্পিয়নরা? জানালেন তামিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২:৩২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জমজমাট ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে দলটি।

এবার বিজয়ের আনন্দ নিজ শহরের মানুষের সঙ্গে ভাগ করে নিতে বরিশাল সফরের পরিকল্পনা করেছে চ্যাম্পিয়নরা। দলটির অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) ট্রফি নিয়ে বরিশালে যাচ্ছেন তারা।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক বলেন—"আমরা গতবার শিরোপা জয়ের পর বরিশাল যেতে পারিনি। এবার ঠিক করেছি, ৯ তারিখে যাব। আশা করি, বরিশালের মানুষ আমাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবেন। যদি সবকিছু ঠিক থাকে, আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।"

হোমটাউনে ফিরে শিরোপার উৎসব হবে। বিপিএলের বেশিরভাগ ম্যাচ ঢাকায় হলেও কিছু ম্যাচ হয়েছে সিলেট ও চট্টগ্রামে। ফলে বরিশালের অনেক সমর্থক সরাসরি মাঠে বসে প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেননি। এবার সেই ভক্তদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করতেই বরিশাল সফরের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল।

বিপিএলে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট না থাকায় অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো বরিশালও নিজেদের মাঠে খেলার সুযোগ পায়নি। তাই এবার শিরোপা জয় করেই বরিশালবাসীর ভালোবাসার প্রতিদান দিতে চায় তারা।

শহরজুড়ে বরিশাল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ৯ ফেব্রুয়ারি বরিশালে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা। এবার অপেক্ষা শুধু বরিশালবাসীর স্বপ্নপূরণের!

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর