[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

৮ বছরে তিনবার ফিফার নিষেধাজ্ঞায় পাকিস্তান ফুটবল ফেডারেশন!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) আবারও ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক ফুটবলে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। গেলো ৮ বছরে এটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো পিএফএফ, যা দেশটির ফুটবলের জন্য বড় ধাক্কা।

কেন নিষিদ্ধ হলো পাকিস্তান ফুটবল ফেডারেশন?

ফিফা দীর্ঘদিন ধরেই পাকিস্তান ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের জন্য সুপারিশ করে আসছিল। কিন্তু পিএফএফ প্রস্তাবিত গঠনতন্ত্র প্রত্যাখ্যান করায় ফিফা বাধ্য হয়ে কড়া সিদ্ধান্ত নেয়।

ফিফা জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রশাসনিক দুর্বলতা ও অনিয়মের কারণেই একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে দেশটিকে।

ফিফা জানিয়েছে, যদি পাকিস্তান ফুটবল ফেডারেশন ফিফা ও এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) প্রস্তাবিত সংশোধিত সংবিধান অনুমোদন করে, তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।এখন দেখার বিষয়, পাকিস্তান ফুটবল কর্তৃপক্ষ শর্ত মেনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে এগোয় নাকি আরও দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকে।

পাকিস্তান ফুটবলের সংকট আরও গভীর হলো, এবার তারা কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়!

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর