[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

বিদায়ী সংবর্ধনায় তামিম

‘ব্যক্তি নয়, বাংলাদেশই আসল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১:১০ এএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১:১১ এএম

তামিম ইকবাল ও তার কণ্যা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

বিপিএল ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত বিদায়ী সংবর্ধনায় তিনি স্মরণ করেন তার দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গী সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্ত্তজাকে।

তবে তার বিদায়ী বক্তব্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে একটাই বার্তা—ব্যক্তি নয়, দেশের ক্রিকেটকেই সমর্থন করতে হবে।

বিপিএল ফাইনালে ফরচুন বরিশালের হয়ে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ১৯৫ রানের কঠিন লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম।

মাত্র ২৯ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।

তবে এই জয়ের আগেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নেমেছে। বিদায়ী সংবর্ধনায় বিসিবির পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয় বিশেষ স্মারক জার্সি ও ক্রেস্ট, যেখানে লিপিবদ্ধ ছিল তার ক্যারিয়ারের অসংখ্য অর্জন।

বিদায়ী ভাষণে তামিম বলেন, “এখানে সাকিবিয়ান, তামিমিয়ান বা মাশরাফিয়ান বলে কিছু নেই। শুধু একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। ব্যক্তিপ্রীতি নয়, দেশের ক্রিকেটকে আগে রাখতে হবে।

এসব বিভক্তি আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে। তরুণদের উচিত দলকে সমর্থন করা, ব্যক্তিকে নয়। এই দল তরুণ, তারা ভুল করবে, আবার শিখবে। কিন্তু এটিই আমাদের দল, সবাইকে একসঙ্গে থাকতে হবে।”

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা তামিম তার ক্যারিয়ারে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফির সঙ্গে একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন।

তাদের বন্ধুত্ব ও লড়াইয়ের মানসিকতা বাংলাদেশ ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব’ নামে পরিচিতি পেয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে নানা বিতর্কে তাদের সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠলেও তামিমের বিদায়ী বার্তা স্পষ্ট—দেশের স্বার্থের ঊর্ধ্বে কিছু নেই।

৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৫ হাজারের বেশি রান সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন তামিম। এখনো ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড তার দখলে—২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান।

তামিম ইকবালের বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও তার দেওয়া বার্তাটি থেকেই যাবে—“বাংলাদেশের জয়ই আসল, ব্যক্তি নয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর