বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল।
উত্তেজনাপূর্ণ ফাইনালে চিটাগং কিংসের দেওয়া ১৯৫ রানের চ্যালেঞ্জ মোকাবিলা করে ৩ উইকেট ও ৩ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট এই লড়াইয়ে প্রথমে ব্যাট করে চিটাগং কিংস। পারভেজ হোসেন ইমনের অপরাজিত ৭৮ রানের ইনিংস, খাজা নাফের ৬৬ রানের ঝকঝকে ব্যাটিং এবং গ্রাহাম ক্লার্কের কার্যকরী ৪৪ রানে ভর করে ৩ উইকেটে ১৯৪ রান তোলে তারা।
জবাবে বরিশালের হয়ে উড়ন্ত সূচনা করেন তামিম ইকবাল। মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করা এই ওপেনার শেষ পর্যন্ত ৫৪ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে দলটি। তবে কাইল মায়ার্স দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। ৩ চার ও ৩ ছক্কায় ৪৬ রান করে তিনিও বিদায় নিলে ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছায়।
শেষ ওভারগুলোতে বরিশালের প্রয়োজনীয় রান রেট যখন চাপে ফেলছিল, তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। মাত্র ৬ বলে ২ ছক্কায় ১৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অলরাউন্ডার।
চিটাগংয়ের পক্ষে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করলেও তার দুর্দান্ত পারফরম্যান্স শেষ পর্যন্ত কাজে আসেনি। বরিশালের অনবদ্য রান তাড়া চিটাগংয়ের জয়ের স্বপ্ন চুরমার করে দেয়।
এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জিতল, যা তাদের জন্য ঐতিহাসিক এক অর্জন।
এসআর
মন্তব্য করুন: