[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফির আগে স্টয়নিসের হঠাৎ ওয়ানডে অবসর!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র দুই সপ্তাহ বাকি। এর মাঝেই অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা! অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৩৫ বছর বয়সী স্টয়নিসকে রেখেই গত ১৩ জানুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্ব টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আসন্ন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে স্কোয়াডেও ছিলেন তিনি। তবে আজ সকালে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, স্টয়নিস ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে টি-টোয়েন্টিতে মনোযোগী হবেন।

হঠাৎ ওয়ানডে ছাড়ার কারণ জানিয়ে স্টয়নিস বলেন, "অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা আমার জন্য অবিশ্বাস্য এক যাত্রা। সবুজ-সোনালি জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্ত আমি গর্বের সঙ্গে স্মরণ করব। তবে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে মনোযোগী হওয়ার এটাই সঠিক সময়।"

তিনি আরও যোগ করেন, "সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে আমি মনে করি এটি দলের জন্যও সঠিক সিদ্ধান্ত। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের (রনের) সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে, এবং তিনি আমার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এখন থেকে আমি দলের বাইরে থেকে সতীর্থদের জন্য গলা ফাটাব।"

স্টয়নিসের ওয়ানডে ক্যারিয়ার: ২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয় স্টয়নিসের। ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিনি খেলেছেন গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে, নিজের জন্মশহর পার্থে। ৭১ ম্যাচে অংশ গ্রহন করে ৯৩.৯৭ স্ট্রাইক রেটে ১৪৯৫ রান করেন, তারমধ্যে ৬টি ফিফটি, ১টি সেঞ্চুরি আছে। অন্যদিকে মিডিয়াম পেস বোলিংয়ে ৪৮ উইকেট নিয়েছেন। 

২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। নির্বাচক কমিটির সামনে নতুন চ্যালেঞ্জ। স্টয়নিসের আকস্মিক অবসরে নির্বাচক কমিটির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এর আগে, পিঠের চোটে আক্রান্ত হয়ে অলরাউন্ডার মিচেল মার্শ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান। এছাড়া, অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের খেলা নিয়েও শঙ্কা রয়েছে।

এ অবস্থায়, শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য চারজন পরিবর্তিত খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হবে নির্বাচকদের।

স্টয়নিসের হটাৎ অবসরের ঘোষনায় সম্ভাব্য নতুন মুখ দেখা যেতে পারে অস্ট্রেলিয়া দলে। স্টয়নিসের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে পারেন ২২ বছর বয়সী মিচেল ওয়েন। বিগ ব্যাশ ফাইনালে বিস্ফোরক সেঞ্চুরি করা এই তরুণকে দলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংও।

এছাড়া, কামিন্স-মার্শ-হ্যাজলউডের পরিবর্তে স্পেনসার জনসন, জেইক ফ্রেজার-ম্যাগার্ক ও শন অ্যাবট স্কোয়াডে ঢোকার সম্ভাবনা রয়েছে।

ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টিতে স্টয়নিসের উপস্থিতি থাকবে, তবে তার বিদায়ে অস্ট্রেলিয়া দল কতটা প্রভাবিত হবে, সেটাই এখন বড় প্রশ্ন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর