[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

অবশেষে ব্রাদার্সে জামাল ভূঁইয়া, খেলবেন লিগের দ্বিতীয় পর্বে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩:০২ পিএম

অনেক টানাপোড়েনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া। ক্লাবটির টিম ম্যানেজার আমের খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম পর্বেই ব্রাদার্সের হয়ে মাঠে নামার কথা ছিল জামালের। তবে চুক্তি সংক্রান্ত জটিলতায় তা আটকে যায়। ২০২৪-২৫ মৌসুমের শুরুতে আবাহনীর সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছিলেন এই মিডফিল্ডার। কিন্তু ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাব পড়ে ফুটবলেও। আবাহনী তাকে কম পারিশ্রমিকে ধরে রাখতে চেয়েছিল, যা মেনে নেননি জামাল। পরে তিনি ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হন।

এই চুক্তি নিয়ে আবাহনীর সঙ্গে বিপত্তি তৈরি হয়, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পর্যন্ত গড়ায়। চুক্তিভঙ্গের অভিযোগে বিস্তর চিঠি চালাচালি হয় জামাল, আবাহনী ও বাফুফের মধ্যে। তবে শেষ পর্যন্ত সমস্যার সমাধান হয়েছে এবং ব্রাদার্সের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই।

ব্রাদার্স ইউনিয়নের টিম ম্যানেজার আমের খান বলেন, "প্রথম পর্বেই জামালের খেলার কথা ছিল, সে আমাদের সঙ্গে অনুশীলনও করেছে। কিন্তু নানা জটিলতায় খেলতে পারেনি। এখন সব সমাধান হয়েছে, দ্বিতীয় পর্বে সে মাঠে নামবে।" লিগের প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ব্রাদার্স। ২১ ফেব্রুয়ারি থেকে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে।

এদিকে, মার্চের এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। লিগের দ্বিতীয় পর্বের এক-দুই রাউন্ড শেষ হওয়ার পর জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। তাই জামালের ফেরাটা জাতীয় দলের জন্যও ইতিবাচক হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর