টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল, তবে শিরোপা লড়াইয়ের আগেই বিতর্কের ঝড় তুলেছেন দলটির মালিক মিজানুর রহমান। বিপিএলে বকেয়া পারিশ্রমিক, স্পট ফিক্সিংসহ নানা অনিয়মের সুষ্ঠু সমাধান না হলে আগামী আসরে দল না খেলানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এবারের বিপিএল ইতিহাসের অন্যতম বিতর্কিত আসর হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসকে ঘিরে বিতর্ক বেশি। পাশাপাশি, ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, কমপক্ষে ১০ জন ক্রিকেটারের বিরুদ্ধে সন্দেহ রয়েছে, যদিও বিসিবি বা দুর্নীতি দমন সংস্থা আকসু এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি।
এ বিষয়ে বিসিবিকে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান মিজানুর রহমান। তিনি বলেন, ‘এভাবে চলতে পারে না। দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। যত বড় খেলোয়াড়ই হোক, যত বড় ফ্র্যাঞ্চাইজি হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। আমরা ক্রিকেটের প্রতি নিবেদিত, বাড়ি বিক্রি করে দল চালাই, আর অন্যরা ফিক্সিং করে খেলে।’
তিনি আরও বলেন, অনিয়মের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ‘বিদেশি খেলোয়াড়দের আস্থা কমে গেছে। আগে কেউ অগ্রিম টাকা চাইত না, এবার চাইছে। এর প্রভাব পড়তে শুরু করেছে।’
তবে সবকিছু সত্ত্বেও ভবিষ্যতে বিপিএলে থাকতে চায় বরিশাল মালিকপক্ষ। বিসিবির সঙ্গে বৈঠকের পর কিছু আশ্বাস পাওয়ায় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না তারা।
মিজানুর রহমান বলেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের কথা শুনেছে, সময় দিয়েছে। ভুল হতেই পারে, তবে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ জরুরি।’
এসআর
মন্তব্য করুন: