বড় ম্যাচে নিজেদের শক্তি আবারও প্রমাণ করলো আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে উড়িয়ে লিগ শিরোপার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করলো গানাররা। এই জয়ের ফলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ালো ৬-এ, যা শিরোপার লড়াইকে আরও জমিয়ে তুলেছে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই অধিনায়ক মার্টিন ওডেগার্ড গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। ম্যানুয়েল আকাঞ্জির ভুলে বলের দখল হারানোর সুযোগ কাজে লাগান তিনি। তবে বিরতির পর ৫৫তম মিনিটে আর্লিং হালান্ড গোল করে সিটিকে সমতায় ফেরান।
কিন্তু সমতা বেশি সময় ধরে রাখতে পারেনি ম্যানসিটি। এক মিনিটেরও কম সময় পরেই থমাস পার্টি গোল করে আর্সেনালকে আবার লিড এনে দেন। এরপর মাইলস লুইস-স্কেলি ক্লাবের হয়ে নিজের প্রথম গোল করেন, যা ম্যানসিটির বিপক্ষে আর্সেনালের আধিপত্য আরও দৃঢ় করে।
কাই হ্যাভার্টজের গোল ম্যানসিটির ফেরার পথ বন্ধ করে দেয়, আর বদলি খেলোয়াড় ইথান নোয়ানেরির গোল ম্যাচের চূড়ান্ত রূপ দেয়।
এই জয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলো আর্সেনাল। বিপরীতে, ম্যানসিটির জন্য এটি বড় ধাক্কা, কারণ শিরোপা ধরে রাখার পথ আরও কঠিন হয়ে গেল গার্দিওলার দলের জন্য।
এসআর
মন্তব্য করুন: