বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত Mr. Jurriaan Middelhoff গতকাল (রবিবার) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বিদেশে শ্রম বাজার সম্প্রসারণ, সুষ্ঠু পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও তৈরি পোশাক শিল্পের বিকাশসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্র সংস্কার বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। ইতোমধ্যে চারটি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে, বাকিগুলোও যথাসময়ে তাদের কাজ সম্পন্ন করবে।"
তিনি আরও বলেন, "এক সময় শিক্ষার অভাব প্রধান সমস্যা ছিল, এখন বেকারত্ব যুব সমাজের বড় চ্যালেঞ্জ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে।"
এ সময় তিনি একটি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "বিশেষজ্ঞদের নিয়ে কাজ শুরু হয়েছে। স্টার্টআপ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে সম্পৃক্ত করা হচ্ছে। এ বিষয়ে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি।"
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Mr. Thijs Woudstra, রাজনীতি বিষয়ক ফার্স্ট সেক্রেটারি Mr. Cor Stouton ও রাজনীতি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার Ms. Namia Akhter।
এসআর
মন্তব্য করুন: