[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিপিএল

উড়ন্ত রংপুরকে গুঁড়িয়ে কোয়ালিফায়ারে খুলনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৫:০২ পিএম

ছবি: সংগৃহীত

বিপিএলে খুলনার দাপট, রংপুরকে উড়িয়ে কোয়ালিফায়ারে টাইগাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে কোনো সুযোগই দেয়নি খুলনা টাইগার্স। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮৫ রানে অলআউট হয় রংপুর, আর জবাবে ৫৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় খুলনা। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স, আর বিপিএল মিশন শেষ হয়েছে রংপুর রাইডার্সের।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। তবে শুরুতেই তারা বড় ধাক্কা খায়। কোনো রান না করেই রানআউট হয়ে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার। বাংলাদেশে এসে সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া জেমস ভিন্সও ছিলেন ব্যর্থ, ৭ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।

এরপর একে একে বিদায় নেন সাইফ হাসান, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৯ রান তোলে রংপুর, যা বিপিএলের ইতিহাসে অন্যতম বাজে শুরুর উদাহরণ।

পরে অধিনায়ক নুরুল হাসান সোহান দলের হাল ধরার চেষ্টা করলেও অপরপ্রান্তে কেউই টিকে থাকতে পারেননি। আন্দ্রে রাসেল (৯ বলে ৪) এবং টিম ডেভিড (৯ বলে ৭) প্রত্যাশিত পারফরম্যান্স দিতে ব্যর্থ হন। শেষদিকে আকিফ জাভেদ ১৮ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করেন। ৮৫ রানেই শেষ হয় রংপুরের ইনিংস।

খুলনার হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ১টি করে উইকেট দখল করেন হাসান মাহমুদ, মোহাম্মদ নওয়াজ ও মুশফিক হাসান।

মাত্র ৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা টাইগার্স। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি খুলনাকে।

ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের লাগাম ধরে নেন নাঈম শেখ। তিনে নেমে তাকে যোগ্য সঙ্গ দেন অ্যালেক্স রস। দুজনের দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে যায় খুলনার ইনিংস। পাওয়ারপ্লেতে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগার্স।

শেষ পর্যন্ত ৩৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন নাঈম। রসও ২৭ বলে ২৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। ৫৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয়ে কোয়ালিফায়ারে উঠে যায় খুলনা টাইগার্স।

রংপুরের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেছেন আকিফ জাভেদ। টানা ৮ ম্যাচে জয় পাওয়া রংপুর রাইডার্সের বিপিএল মিশন এখানেই শেষ হলো, আর ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল খুলনা টাইগার্স।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর