[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিপিএল

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে শফিকুর,পাওনা পরিশোধের প্রতিশ্রুতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ৪:২৭ পিএম
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৩৯ পিএম

বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন ধরে খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের পারিশ্রমিক পরিশোধ না করায় বিতর্কের মুখে থাকা শফিকুর রহমান তার প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি ১০ ফেব্রুয়ারির মধ্যে সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। বিদেশি খেলোয়াড়দের পাওনা না দেওয়া, চেক বাউন্স, হোটেল বিল পরিশোধ না করা, এমনকি খেলোয়াড়দের অনুশীলন বর্জনের ঘটনাও ঘটে। ফ্র্যাঞ্চাইজির এমন অপেশাদারিত্বে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে ক্রীড়া মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি সমাধানের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শফিকুর রহমানের সঙ্গে আলোচনায় বসেন। শফিকুর ২ ফেব্রুয়ারির মধ্যে ৫০ শতাংশ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বরং গণমাধ্যমে তার অনিয়ম ও প্রতিশ্রুতি ভঙ্গের খবর উঠে আসে।

এ পরিস্থিতিতে বিভিন্ন সূত্রে ফ্র্যাঞ্চাইজি মালিকের দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে শফিকুর রহমান দোষ স্বীকার করে তিন কিস্তিতে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, ৩, ৭ ও ১০ ফেব্রুয়ারিতে ২৫ শতাংশ করে দলের সকল খেলোয়াড় ও স্টাফদের পাওনা বুঝিয়ে দেবেন। 

এদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিপিএলে অনিয়মের অনুসন্ধানে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে। তারা টুর্নামেন্টের সব অনিয়ম খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর