[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

দুর্দান্ত অভিষেকে ম্যাচসেরা বাংলাদেশী হামজা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫ ৪:২৫ পিএম

বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের হয়ে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন। শুধু মাঠে নামাই নয়, দলকে জেতানোর পাশাপাশি হয়েছেন ম্যাচসেরা।

ডার্বি কাউন্টির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলের জয় পেয়েছে ব্রেন্টন দিয়াজের একমাত্র গোলে। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে শেফিল্ড, যা আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন জাগিয়ে রেখেছে ব্লেডসদের।

ম্যাচজুড়ে মিডফিল্ডে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন হামজা। ৬১ বার বল ছুঁয়েছেন, ড্রিবল করার সময় একবারও বল হারাননি, সফল পাসের হার ৮০ শতাংশ, লং বল বাড়িয়েছেন ৪টি। পাশাপাশি রক্ষণেও ছিলেন দুর্দান্ত—প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন ৩ বার, পাস ব্লক করেছেন ২ বার এবং মাঠের লড়াইয়ে জয় পেয়েছেন ৫ বার।

তার এমন পারফরম্যান্সের পর শেফিল্ড ইউনাইটেডের এক্স (সাবেক টুইটার) পেজে ম্যাচসেরা নির্বাচনের জন্য ভোট আয়োজন করা হয়। যেখানে ৭০ শতাংশেরও বেশি মানুষ তাকে সেরা হিসেবে নির্বাচিত করেন।

প্রথম ম্যাচ হওয়ায় কোচ ক্রিস ওয়াইল্ডার শুরুতে তাকে বুঝে-শুনে খেলানোর পরিকল্পনা করেছিলেন। তবে পারফরম্যান্স দিয়ে পুরো ম্যাচে জায়গা নিশ্চিত করেছেন হামজা।

কোচ বলেন, ‘হামজা দুর্দান্ত খেলেছে। সে অনেকদিন মাঠের বাইরে ছিল, তবে সেটার কোনো ছাপই পড়েনি। ভাবছিলাম ৭০ মিনিটে তুলে নেব, কিন্তু তার পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে তোলার সুযোগই পাইনি।’

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর