চলমান বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলছেন এনামুল হক বিজয়।
তদন্তের আওতায় বিজয়সহ আরও কয়েকজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগ এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে।
বিসিবির এক কর্মকর্তা জানান, "জনাব এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।"
এনামুলের বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। তবে বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। তদন্ত চলাকালীন আপাতত এই নিষেধাজ্ঞা দেওয়া হলেও অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তা দ্রুতই তুলে নেওয়া হবে।
এনামুল হক বিজয় একা নন, আরও কয়েকজন ক্রিকেটারের ওপর নজর রাখা হচ্ছে। রাজশাহীর পাশাপাশি আরও তিনটি ফ্র্যাঞ্চাইজির সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাজশাহীর পারফরম্যান্স ও অধিনায়কত্ব হারানো
বিপিএলের শুরুর দিকে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। তবে দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় তাকে সরিয়ে অধিনায়কত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। নতুন নেতৃত্বে রাজশাহী কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এবং এখনো প্লে-অফে খেলার দৌড়ে রয়েছে।
তদন্তের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এনামুল হক বিজয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। বিসিবির দুর্নীতি দমন বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
এসআর
মন্তব্য করুন: