গ্রুপ সেরা বসুন্ধরা কিংস, ফর্টিসের স্বপ্ন ভেঙে পরের ধাপে ব্রাদার্স। তলানির দল ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে দাপুটে জয় তুলে ফেডারেশন কাপের গ্রুপ পর্বের সেরা হয়ে পরের ধাপে উঠল বসুন্ধরা কিংস।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কিংস। একই দিনে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ালিফিকেশন রাউন্ডে জায়গা করে নেয় ব্রাদার্স ইউনিয়ন। তবে কপাল পুড়েছে ফর্টিস এফসির।
৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বসুন্ধরা কিংস। ফর্টিসের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ব্রাদার্স। বিদায় নিতে হয়েছে ফর্টিস, পুলিশ এফসি ও ওয়ান্ডারার্সকে। এর মধ্যে ফর্টিসের বিদায়টা সবচেয়ে হতাশার। গ্রুপ পর্বে কিংসকে ২-০ গোলে হারিয়ে সেরা চমকটি দেখালেও গোল পার্থক্যে ছিটকে গেছে তারা।
তলানির দল ওয়ান্ডারার্স শুরু থেকেই কিংসের কাছে কোণঠাসা হয়ে পড়ে। সপ্তদশ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল ফিগেইরা দামাশেনোর কোনাকুনি শটে গোলের খাতা খোলে কিংস। ৪০তম মিনিটে সোহেল রানার বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান বাড়ে।
দ্বিতীয়ার্ধে ওয়ান্ডারার্সের অবস্থা আরও করুণ হয়। ৫০তম মিনিটে রাসেলের মাথায় লেগে বল দিক পাল্টে তৃতীয় গোল পায় কিংস। এরপর ৭০তম মিনিটে জুনিয়র সোহেল রানা স্কোরলাইন করেন ৪-০। সাত মিনিট পর দামাশেনোর আড়াআড়ি ক্রস থেকে তপু বর্মন সহজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ফেডারেশন কাপের গ্রুপ পর্বের এমন দাপুটে পারফরম্যান্সের পর কিংস ও ব্রাদার্সের সামনে ফাইনালের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, ফর্টিসের বিদায়ে ফেডারেশন কাপে এবার বড় এক চমকের ইতি ঘটল।
এসআর
মন্তব্য করুন: