[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ঢেউ: আরও ৭ ফেডারেশনে নতুন কমিটি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫ ৬:৫০ পিএম

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আরও ৭টি ফেডারেশনে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার এনএসসির সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীরগঠন এবং পেন্সিং ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়।

সাঁতার ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। টেবিল টেনিসে সভাপতি ইঞ্জিনিয়ার এমএইচ জামান এবং সাধারণ সম্পাদক প্রাক্তন খেলোয়াড় ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ। ভলিবলে সভাপতি ব্যবসায়ী ফারুক হাসান এবং সাধারণ সম্পাদক সাবেক জাতীয় দলের অধিনায়ক বিমল ঘোষ বুলু।

কারাতে ফেডারেশনে সভাপতি শাহজাদা আলম ও সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, ভারোত্তোলনে সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অবসরপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মো. শহিদুল ইসলাম চৌধুরী দায়িত্ব পেয়েছেন। শরীরগঠনে অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল সভাপতি এবং ডা. এম কামরুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। পেন্সিং ফেডারেশনে সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ব্যবসায়ী বসুনিয়া এম আশিকুল ইসলাম।

এর আগে, আগস্টের শেষ সপ্তাহে গঠিত সার্চ কমিটির সুপারিশে নভেম্বরে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছিল। দুই মাস পর আরও ৭টি ফেডারেশনের কমিটি গঠন করল জাতীয় ক্রীড়া পরিষদ।

এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৬টি ফেডারেশনে নতুন কমিটি ঘোষণা করা হলো। ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ জাতীয় ক্রীড়াঙ্গনকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর