কাউন্টি ক্রিকেটে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সাকিব আল হাসান।
তবে, তার চেয়ে কিছুটা ভাগ্যবান স্পিনার আলিস আল ইসলাম। বিপিএলে তার বোলিং অ্যাকশনও প্রশ্নবিদ্ধ হলেও, তিনি পরীক্ষায় সফল হয়েছেন।
আলিসের বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর তাদের বিপিএল দল চিটাগং কিংস তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে। তবে, এই পরীক্ষায় পাস করার পরও আলিসকে এক শর্ত মানতে হবে। তার বোলিং থেকে আপাতত অফ স্পিনের ক্রস সিম ডেলিভারি বাদ দিতে হবে।
এ বিষয়ে আলিস গণমাধ্যমে বলেন, “আমার অফ স্পিনের ক্রস সিম ডেলিভারিটি নিয়ে প্রশ্ন উঠেছিল। নাসির উদ্দিন নাসু ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং কিছুদিন কাজ করেছি। এখন আমি চেষ্টা করছি ওই ডেলিভারিটি না করার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার গড়তে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা নিতে হবে।”
বিপিএলের চলতি মৌসুমে বোলিংয়ে দারুণ পারফর্ম করছেন আলিস। তিনি এখন পর্যন্ত ৭ ম্যাচে ১১ উইকেট সংগ্রহ করেছেন।
১৯ জানুয়ারি প্রথম ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। পরের ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আবারো তার বোলিং অ্যাকশনের প্রতি সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা, যার ফলে তাকে নতুন করে পরীক্ষা দিতে বলা হয়।
এসআর
মন্তব্য করুন: