সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় প্রয়োজন ছিল ভারতের বিপক্ষে।
তবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল।
রোববার (২৫ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে ভারতের কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সুপার সিক্স থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গ্রুপের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও ভারত। তাই ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনিয়র টাইগ্রেসদের ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।
ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে তারা।
শুরুতেই ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, দলীয় ৯ রানের মধ্যে তিন শীর্ষ ব্যাটারকে হারায় বাংলাদেশ। শুরুর পাঁচ ব্যাটার কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।
ষষ্ঠ উইকেটে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার মিলে ৩১ রানের একটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
তবে ১৪ রান করে জান্নাতুল লেগ বিফোরের ফাঁদে পড়লে সেই জুটিও ভেঙে যায়। অধিনায়ক সুমাইয়া ২৯ বলে দলীয়
এসআর
মন্তব্য করুন: