[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিপিএল

সিলেটের বিপক্ষে দাপুটে জয়ে প্লে-অফে বরিশাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫ ৫:২১ পিএম

বিপিএলের লিগ পর্বের শেষ ধাপে আজ ঢাকায় মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয়েছে খেলা। দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। টস জিতে আগে ব্যাট করতে নেমে সিলেটের ইনিংস শেষ হয় ১৮.১ ওভারে মাত্র ১১৬ রানে। জবাবে ৪ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।

সিলেটের ব্যাটিং লাইনআপের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেন পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। ৩.১ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তার সঙ্গী হিসেবে মোহাম্মদ নবী ও জেমস ফুলার ২টি করে উইকেট তুলে নেন।

সিলেটের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন পাকিস্তানি ব্যাটার আহসান ভাট্টি। এছাড়া জাকের আলী ২৪ রান করেন। তাদের ব্যাটিংয়ে বড় কোনো জুটি না হওয়ায় ২০ ওভার পূর্ণ করাও সম্ভব হয়নি।

১১৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল শুরুতেই ৩৯ রানের মধ্যে ২ উইকেট হারায়। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম গড়েন ৬০ বলে ৮১ রানের অনবদ্য জুটি। এই জুটির ওপর ভর করেই ১৬ ওভারেই জয় নিশ্চিত করে বরিশাল।

তামিম ইকবাল অপরাজিত থাকেন ৫২ রানে, আর মুশফিকুর রহিম ৪২ রানে। তাদের ব্যাটিং দৃঢ়তায় প্লে-অফে জায়গা নিশ্চিত করে বরিশাল।

এই জয়ের ফলে ৯ ম্যাচ থেকে বরিশালের সংগ্রহ ১৪ পয়েন্ট। পয়েন্ট তালিকায় রংপুরের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করা সিলেট তালিকার তলানিতে। বরিশালের এই দাপুটে জয় শিরোপা জয়ের পথে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর