[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসির বিপক্ষে ম্যানসিটির দাপুটে জয়, লিগ টেবিলে চারে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫ ৪:৫০ পিএম
আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ৪:৫৫ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় লড়াইয়ে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে হারিয়েছে চেলসিকে। টানা চার মৌসুম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার পর এবার বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে শনিবার রাতে চেলসির বিপক্ষে দাপুটে ৩-১ গোলের জয় দিয়ে শীর্ষ চারে ফিরেছে পেপ গার্দিওলার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। লং পাসের কৌশল কাজে লাগিয়ে এই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।

ম্যাচের শুরুতে ননি মাদুয়েকে গোল করে চেলসিকে এগিয়ে দিলেও ইওস্কো গার্দিওয়ালা, আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের গোল সিটিজেনদের জয় নিশ্চিত করে। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে পরাজয়ের ধাক্কা কাটিয়ে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা নতুন সাইনিং আবদুকোদির খুসানভ ও ওমর মারমুশকে শুরুর একাদশে নামান। তবে খুসানভের অভিষেক ম্যাচ খুব একটা ভালো হয়নি। ম্যাচের তৃতীয় মিনিটেই তার ভুলে চেলসির গোলের সুযোগ তৈরি হয়।

রক্ষণভাগে বল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে খুসানভ সেটি সরাসরি নিকোলাস জ্যাকসনের পায়ে তুলে দেন। জ্যাকসনের পাস থেকে মাদুয়েকে সহজেই গোল করেন। এরপর চতুর্থ মিনিটেই কোল পামারকে ফাউল করে হলুদ কার্ড দেখতে হয় তাকে।

প্রথমার্ধে চেলসির আরেকটি সুযোগ এসেছিল। কোল পামারের দুর্বল পাসের কারণে বল জ্যাডন সানচোর কাছে গেলেও খুসানভ তার শট ব্লক করে নিজের ভুল কিছুটা পুষিয়ে দেন।

ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রথম ভালো সুযোগ আসে গার্দিওয়ালার পায়ে। ২৫ মিনিটে বক্সের বাম প্রান্ত থেকে তার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৩৪ মিনিটে ওমর মারমুশ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

অবশেষে ৪২ মিনিটে গার্দিওয়ালা সমতা ফেরান। ইলকাই গুণডোগানের লং পাস ধরে মাতেউস নুনেস চেলসির গোলকিপার রবার্ট স্যাঞ্চেজকে পরাস্ত করার চেষ্টা করেন। মার্ক কুকুরেলার ভুলে বল গার্দিওয়ালার কাছে চলে আসে এবং তিনি সহজে জালে বল জড়ান।

খুসানভের কঠিন সময় কাটাতে তাকে ৫৪ মিনিটে জন স্টোনস দিয়ে বদল করা হয়। তবে ওমর মারমুশ দ্বিতীয়ার্ধেও সক্রিয় ছিলেন। ম্যাচের ৬৮ মিনিটে হালান্ডের পাস থেকে নেওয়া তার একটি শট সামান্য বাইরে চলে যায়।

শেষ পর্যন্ত, ম্যাচের শেষ দিকে ফিল ফোডেন লং পাস থেকে চেলসির রক্ষণ ভেঙে তৃতীয় গোলটি করেন, যা সিটির জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

এই হারের ফলে ২৩ ম্যাচ শেষে চেলসি লিগ টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে। তারা গত সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। অন্যদিকে, ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি গোল ব্যবধানে শীর্ষ চারে উঠে এসেছে।

চেলসির বিপক্ষে লং পাসের কৌশল ছিল ম্যানচেস্টার সিটির সাফল্যের মূল চাবিকাঠি। এই জয় তাদের শিরোপার দৌড়ে টিকে থাকার আশা জাগিয়ে তুলেছে।

লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছেন: লিভারপুল (২২ ম্যাচে ৫৩ পয়েন্ট), আর্সেনাল (২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট) , নটিংহাম ফরেস্ট (২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট)

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর