[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি, মেয়েদের ফুটবলে উন্নয়নে সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ২:০৪ এএম

ফাইল ছবি

আগামী মার্চের মধ্যেই বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তিনি বাংলাদেশের মেয়েদের ফুটবলের উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বর্তমানে সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানেই ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় দক্ষিণ এশিয়ার ফুটবল এবং বিশেষ করে বাংলাদেশের মেয়েদের ফুটবলের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, “আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশে যাব।” প্রধান উপদেষ্টা তার কাছে মেয়েদের ফুটবলের জন্য আবাসন ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে সহায়তার অনুরোধ জানান।

এর প্রেক্ষিতে ইনফান্তিনো আর্থিক সহায়তার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে, ঢাকায় চলমান যুব উৎসবে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আসতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

ইনফান্তিনোর এই আগ্রহ বাংলাদেশের ফুটবলে বিশেষ করে মেয়েদের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর