সৌদি প্রো লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে আল নাসর ৩-১ গোলে হারিয়েছে আল খালিজকে। মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করে দলকে দারুণ জয় এনে দেন পর্তুগিজ তারকা।
প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ করলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা চরমে ওঠে। ৬৫ মিনিটে রোনালদোর গোলের সুবাদে এগিয়ে যায় আল নাসর। তবে ৮০ মিনিটে সমতা ফেরায় আল খালিজ। এক মিনিটের মধ্যেই সুলতান আল-ঘানামের গোলে আবার লিড নেয় নাসর। ইনজুরি সময়ে রোনালদোর দ্বিতীয় গোল নিশ্চিত করে দলের জয়।
এই ম্যাচে গোল করে রোনালদো প্রমাণ করলেন তার অবিশ্বাস্য ধারাবাহিকতা। ২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে তিনি ৯২ ম্যাচে অবদান রেখেছেন ১০০ গোলে। এর মধ্যে ৮২টি গোল করেছেন নিজে, আর ১৮টি গোলে দিয়েছেন সহায়তা।
রোনালদোর অসাধারণ পারফরম্যান্স এবং আল নাসরের দৃঢ় নৈপুণ্য আবারও তাদের প্রতিদ্বন্দ্বিতার ধারাবাহিকতা তুলে ধরেছে। সৌদি প্রো লিগে এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
এসআর
মন্তব্য করুন: