[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ভারতের জার্সিতে পাকিস্তানের নাম “বাধ্যতামূলক”, আইসিসির কড়া হুশিয়ারী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫ ৪:০৫ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের নাম ভারতের জার্সিতে বাধ্যতামূলক, আইসিসির কঠোর নির্দেশনা। পাকিস্তান ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দলের জার্সিতে থাকবে টুর্নামেন্ট লোগো এবং স্বাগতিক দেশের নাম।

কয়েক দিন ধরে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম না রাখার পরিকল্পনা নিয়ে গুঞ্জন ছড়ালে আইসিসি বিষয়টি কঠোরভাবে অস্বীকার করেছে এবং জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দলগুলোকে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, “প্রত্যেক দলের জার্সিতে অফিসিয়াল টুর্নামেন্ট লোগো সংযুক্ত করা বাধ্যতামূলক। এই লোগোতে স্বাগতিক দেশের নামও থাকতে হবে। কোনো দল যদি এটি মানতে ব্যর্থ হয়, তাহলে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

আইসিসি টুর্নামেন্টগুলোর ব্র্যান্ডিং প্রচেষ্টার অংশ হিসেবে স্বাগতিক দেশের নাম জার্সিতে প্রদর্শন বাধ্যতামূলক করে। পিসিবি এই গুঞ্জনকে ভিত্তিহীন দাবি করে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

গুঞ্জনের বিপরীতে আইসিসি নিশ্চিত করেছে, এই নিয়ম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য এবং লোগো সংক্রান্ত নিয়ম অমান্য করা হলে টুর্নামেন্ট থেকে দলগুলোকে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে।

এটি টুর্নামেন্টের ব্র্যান্ডিং এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আইসিসির প্রচেষ্টার অংশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর