অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। ডি-গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটি জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দলটি।
মালয়েশিয়ার ইউএসডি-ইউকেএম ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে নেতৃত্ব দেন অধিনায়ক সুমাইয়া আক্তার, যিনি ৩৬ বলে ২৮ রান করেন। আফিয়া আশিমা ১৯ বলে ২১, জুয়াইরিয়া ফেরদৌস ৩২ বলে ২০ এবং ফাহমিদা চয়া ১২ বলে ১৪ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে বাকিরা বড় রান করতে ব্যর্থ হন।
জবাবে, স্কটল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রান তোলে। পিপ্পা স্প্রোউল ৪১ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অধিনায়ক নিয়ামোহ মুইর করেন ৩২ বলে ২২ এবং এমা ওয়ালসিংগাম ১৭ বলে ১১ রান।
গ্রুপপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও ২ উইকেটে পরাজিত হয়। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপপর্ব শেষ করে তারা।
গ্রুপপর্ব শেষে চারটি গ্রুপের শীর্ষ তিনটি করে দল নিয়ে গঠিত হবে সুপার সিক্স পর্ব। ১২ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের মেয়েরা এখন আরও ভালো পারফরম্যান্সের জন্য মুখিয়ে রয়েছে।
বিশ্বকাপ যাত্রায় সুমাইয়া আক্তার ও দলের এই সাফল্য দেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় প্রাপ্তি।
এসআর
মন্তব্য করুন: