[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ইংলিশ ফুটবল

গুয়ার্দিওলার হুঙ্কার: ম্যানচেস্টার সিটি স্বরূপে ফিরেছে!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ৪:২৯ পিএম

সিটি’র দুর্দান্ত প্রত্যাবর্তন ছিল মনে করা মতো। দীর্ঘদিন পর ধারাবাহিক পারফরম্যান্সে ফিরেছে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গুয়ার্দিওলার কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের ঝলক। রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ইপ্সউইচ টাউনের মাঠে ৬-০ গোলের দাপুটে জয়ে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে সিটি।

ইপ্সউইচ টাউনের বিপক্ষে প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় সিটি। ফিল ফোডেন দুটি দারুণ গোল করেন, আর মাতেও কোভাসিচ ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো শটে লক্ষ্যভেদ করেন। দ্বিতীয়ার্ধে আর্লিং হলান্ড, জেরেমি দোকু এবং জেমস ম্যাকাটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে গুয়ার্দিওলার কোচিংয়ে ১৩তম প্রিমিয়ার লিগ ম্যাচে ৬ বা তার বেশি গোল করল ম্যানচেস্টার সিটি। ইংলিশ ফুটবলের ইতিহাসে এ তালিকায় গুয়ার্দিওলার সিটি এখন কেবল অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের (১৪) পেছনে।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে গুয়ার্দিওলা বলেন, “আজ আমরা সত্যিই খুশি। সিটির পরিচিত ধারায় আমরা ফিরেছি। এই জয় দলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীর্ষ চারে ফিরে আসাটা।”

তিনি আরও যোগ করেন, “খেলোয়াড়দের পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল। তাদের খেলায় ছিল চাতুর্য, ক্ষিপ্রতা ও উচ্ছ্বাস, যা গত এক দশকে আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।”

এই জয়ে শীর্ষ চারে ফেরা, শিরোপা দৌড়ের দূরত্ব কিছুটা কমেছে। ২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮। তারা লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে, যদিও সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পঞ্চম স্থানে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।

তবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে সিটি এখনো অনেক পিছিয়ে। লিভারপুল এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। সিটির এই জয়ে ফুটবলপ্রেমীরা আবারও দেখতে পেল গুয়ার্দিওলার ‘ধারালো’ ম্যানচেস্টার সিটিকে, যারা প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে প্রস্তুত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর